সারাদেশে উন্নয়নের মহাপরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত দিনে বিএনপি-জামায়াত জোট জনগণকে কিছু দিতে পারেনি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগের আবার ক্ষমতায় আসা দরকার।

- Advertisement -

সোমবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে এক নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য রাখছিলেন।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে লোডশেডিংয়ে সারাদেশে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছিল। বিএনপি-জামায়াতের এমপিরা জনগণের রোষের মুখে পড়েছিল। তাদের এক এমপির নামই হয়ে যায় দৌড় সালাহউদ্দিন। এলাকায় পানি না পেয়ে লোকজন তাঁকে তাড়া করেছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পানির সমস্যা নেই, বিদ্যুতের সমস্যা নেই। গ্রাম পর্যায়ে পর্যন্ত আমরা বিদ্যুৎ দিয়ে যাচ্ছি।

- Advertisement -islamibank

শেখ হাসিনা বলেন, কামরাঙ্গীরচর ছিল চরম অবহেলায়। জলাবদ্ধতা ছিল। ঢাকার পাশের ১৭টি ইউনিয়নই আমরা সিটি করপোরেশনে নিয়ে ব্যাপক উন্নয়ন করেছি।

প্রধানমন্ত্রী বলেন, এই এলাকায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের প্ল্যান করেছি। এসেব ফ্ল্যাটে দৈনিক, সাপ্তাহিক অথবা মাসিক ভাড়ায় থাকতে পারবেন নিম্ন আয়ের মানুষ।

তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা থাকা দরকার। ঢাকায় অনেকগুলো উন্নয়নকাজ হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা ঢাকায় পাতাল রেল করব। সম্ভাব্যতা যাচাইও শেষ হয়েছে। আমরা সারাদেশে উন্নয়নের মহাপরিকল্পনা নিয়েছি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM