বিশ্বে যানজটে নাকাল কমবেশি শহরের মানুষ। কিন্তু যানজট থেকে মুক্তি দিতে আসছে উড়ন্ত গাড়ি। আর তা বাজারে মিলবে ২০২২ সালের মধ্যেই।
ব্রিটেনের ডাচ সংস্থা পিএএলভি ইন্টারন্যাশনাল ২০২০ সালের মধ্যেই বাজারে আনছে এ গাড়ি। এরই মধ্যে ব্রিটেনে প্রি-বুকিং নেওয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথমদিকে শুধুমাত্র ব্রিটেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে এই গাড়ি।
নির্মাতারা জানিয়েছেন, তিন চাকার এই উড়ন্ত গাড়ি চলবে পেট্রোলে। এর জ্বালানি ধারণক্ষমতা ১০০ লিটার। একবার জ্বালানি ভর্তি করে সড়কপথে সর্বাধিক ১ হাজার ৩১৫ কিলোমিটার আর আকাশপথে যেতে পারবে ৪৮২ কিলোমিটার।
জয়নিউজ/পলাশ/আরসি