বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

খেলাধুলা ডেস্ক :

এনএনসি মনোনীত কাউন্সিলর হিসেবে বিসিবি পরিচালক হওয়া জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে পদত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছিলো আজ সকালে।

- Advertisement -

সোমবার (১৯ আগস্ট) তা মেনে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। যদিও সাজ্জাদুল যে এখনও পদত্যাগ করেননি; সেটি তিনি জানিয়েছেন নিজেই।

- Advertisement -google news follower

প্রক্রিয়া অনুসরণ করে ফারুক আহমেদকে বিসিবি সভাপতি করতে গেলে আগে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেতে হবে।

সেটি করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। ফারুকের পাশাপাশি নাজমুল আবেদীন ফাহিমকে আনার জন্যও এই নির্দেশনা দেওয়া হয়েছিলো।

- Advertisement -islamibank

এদিকে সরাসরি না বললেও সাজ্জাদুল আলম জানান, ‘হ্যাঁ, আজ সকালে ফোন পেয়েছি আমি। এনএসসির সচিব আমিনুল ইসলাম আমাকে ফোন করে বলেন, সরকার চায় আপনি পদত্যাগ করুন। আমি বলে দিয়েছি, আপনাদের কোনো সিদ্ধান্ত থাকলে আমাকে জানিয়ে দিন। ‘ আমার কথা এটুকুই। ’

নিজ থেকে পদত্যাগ করবেন কী না এমন প্রশ্নের জবাবে সাজ্জাদুল ইসলাম বলেন, ‘আপনারা যা বোঝার বুঝে নিন। ’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM