ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর যা বললেন আমির খসরু

রাজনীতি ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের।

- Advertisement -

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

সোমবার (১৯ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পরে গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে-এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

- Advertisement -islamibank

ইউরোপীয় ইউনিয়ন কীভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে তাদের পক্ষ থেকে কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশ যে একটা গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে দেশটাকে তুলে আনা যাবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, এছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সুশাসন গুড গভর্নেন্সসহ বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংস হয়ে গেছে; এগুলোর প্রতিকার কী, কীভাবে এগুলোকে সঠিক জায়গায় আনা যায় কিংবা সেখানে তাদের কী সহযোগিতা থাকতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কী সহযোগিতা থাকতে পারে বিশেষ করে আমাদের দেশ থেকে ইউরোপে যে রপ্তানি হয়- এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি- সেক্ষেত্রে তাদের কী করা উচিত, আর্থিকখাতে রিফর্ম কি করা যায়, দেশ অর্থনৈতিকভাবে কীভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণতন্ত্রের ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এই বিষয়টি আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, বিদেশে এতগুলো টাকা যে পাচার হয়েছে, ১০০ বিলিয়ন ডলার বিভিন্ন সোর্স থেকে বলা হচ্ছে- এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে।

আমরা সাজেস্ট করেছি, সবাই মিলে এটার জন্য কাজ করতে হবে একসাথে। ইউরোপীয় ইউনিয়ন এব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM