অত্যাধুনিক কার্গো জাহাজের কিললেয়িং করেছে এফএমসি ডকইয়ার্ড

অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনের জন্য পাঁচটি অত্যাধুনিক কার্গো জাহাজের কিললেয়িং (নির্মাণ কাজ শুরুর আনুষ্ঠানিকতা) সম্পন্ন করেছে চট্টগ্রামের এফএমসি ডকইয়ার্ড লিমিটেড।

- Advertisement -

সোমবার (২৪ ডিসেম্বর) এ উপলক্ষে কর্ণফুলী পাড়ের পশ্চিম গোমদণ্ডী ইয়ার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

মুহুরি শিপিং লিমিটেডের মালিকানায় নির্মিতব্য জাহাজগুলোর ধারণ ক্ষমতা ৩২০০ ডিডব্লিউটি (ডেটওয়েট টনেজ ক্যাপাসিটি) এবং দৈর্ঘ্য ৭৮ দশমিক ৩ মিটার। আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সোসাইটি রিনার তত্ত্বাবধানে নির্মিতব্য এসব জাহাজ ২০২০ সালের জুন মাসে ডেলিভারি দেওয়া হবে।

আনুষ্ঠানিকভাবে জাহাজগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন এফএমসি গ্রুপের চেয়ারম্যান মো. ইয়াছিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অ্যাভেন্সিয়া সার্ভেয়ার্স অ্যান্ড শিপ ম্যানেজম্যান্টের ব্যবস্থাপনা পরিচালক এমবি জামান, ক্লাসিফিকেশন সোসাইটির চিফ ইঞ্জিনিয়ার রায়হান উদ্দিন সরকার ও এফএমসি গ্রুপের নির্বাহী পরিচালক কাজী মোরশেদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি

জয়নিউজ/বিশু/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM