বন্যায় ভেসে যাওয়া সন্তানকে বাঁচাতে গিয়ে পিতার মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে ভয়াবহ বন্যার পানিতে ভেসে যাওয়া সন্তানকে বাঁচিয়ে পরে ওই পানিতেই তলিয়ে যায় পিতা।

- Advertisement -

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাতে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কবির পাড়ায় বন্যার পানিতে তিনি ভেসে যান। পরে অনেক খোঁজাখুজির পর তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

- Advertisement -google news follower

নিহত পিতার নাম মো. রজি আহমেদ (৫৫)। সে কবির পাড়ার বাসিন্দা সোলতান আহমদের ছেলে।

স্থানীয় মাওলানা নেজাম উদ্দিন বলেন, রজি আহমেদ এর ৪ ছেলে এবং ২ মেয়ের মধ্যে বড় ছেলে নাঈম স্থানীয় একটা মাদ্রাসায় পড়ালেখা করে।

- Advertisement -islamibank

এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে ছেলে একটি গাছ আঁকড়ে ধরে থাকতে পারলেও তার বাবা পানিতে ভেসে যান। লোকজন এসময় নাঈমকে উদ্ধার করে। পরদিন রজি আহমেদ এর মরদেহ পাওয়া যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM