রাতে খোলেনি কাপ্তাই বাঁধের গেট, খোলা হবে সকালে

অনলাইন ডেস্ক

টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে বিপৎসীমায় পৌঁছায়। এ অবস্থায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার দিনগত রাত ১০টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে বা জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে রাতে খোলা হয়নি বাঁধের কোনো স্পিলওয়ে।

- Advertisement -

নতুন সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বাঁধের সব জলকপাট খুলে দেওয়া হবে।

- Advertisement -google news follower

শনিবার (২৪ আগস্ট) দিনগত রাত ১১টা ৩০ মিনিটে পানি উন্নয়ন বোর্ডের (পিডিবি) ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধের ১৬টি জলকপাট রাতেই খোলার কথা ছিল। তবে বৃষ্টি না হাওয়ায় হ্রদে পানির প্রবাহ কম। তাই জলকপাট খোলার সময় পরিবর্তন করা হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পানি ছাড়া হবে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM