সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার

দেশজুড়ে ডেস্ক :

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়র বাসা থেকে গতকাল শনিবার (২৪ আগস্ট) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।

- Advertisement -google news follower

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীরকে রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্কুলছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় গত বুধবার (২১ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে হত্যা মামলা করেন রোমানের খালা রিনা।

- Advertisement -islamibank

মামলার বাদী জানান, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার আনন্দ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় রোমান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM