পাকিস্তানে বাস খাদে পড়ে ২৫ জনের মৃত্যু

প্রতিবেশী ডেস্ক :

পাকিস্তানে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

- Advertisement -

আজ রোববার (২৫ আগস্ট) কাহুটা থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার সময় বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

- Advertisement -google news follower

উদ্ধারকারী কর্মকর্তা উসমান গুজ্জার বলেন, বাসটির ব্রেক ফেল হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন তিনি।

নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু। তাদের লাশ কাহুটার তহসিল সদর হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে জানিয়ে এই কর্মকর্তা আরও বলেন, কাহুটার আজাদ পত্তন রোডের গিরারি সেতুতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে।

- Advertisement -islamibank

তবে এই দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

তিনি বলেন, দুঃখের এই মুহূর্তে আমার সহানুভূতি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রয়েছে। এ সময় তিনি ‘ত্রাণ কার্যক্রম আরও ত্বরান্বিত করার’ প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM