৮১ হাজার ডলার নিয়ে মালদ্বীপ এয়ারপোর্টে ধরা বাংলাদেশি

প্রবাসী ডেস্ক :

মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ৮১ হাজার ৩০ ডলারসহ শামীম ইসলাম সাগর নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির কাস্টম কর্মকর্তারা।

- Advertisement -

রোববার (২৫ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাওয়া ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা।

- Advertisement -google news follower

জানা যায়, একটি বেসরকারি বিমানে ঢাকার উদ্দেশে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় শামীম ইসলামকে ধরা হয়। এয়ারপোর্টের কাস্টম সিকিউরিটির সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। তখন লাগেজের ভেতরে কালো পলিথিনের বাঁধা কর্নফ্লেক্সের একটি বক্সের ভেতরে এই ডলার পাওয়া যায়।

এ ব্যাপারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, মুষ্টিমেয় কয়েকজন প্রবাসীর কারণে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমবাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালদ্বীপের সাধারণ মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM