জন্মাষ্টমীতে বাংলাবান্ধা ও বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

অর্থনীতি ডেস্ক :

হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

- Advertisement -

একইদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

- Advertisement -google news follower

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

সোমবার (২৬ আগষ্ট) সকালে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন বলেন, ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

পাশাপাশি বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানোসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার (২৭ আগষ্ট) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, জন্মাষ্টমী উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল সকাল থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, জন্মাষ্টমী উপলক্ষে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।জন্মাষ্টমী, বাংলাবান্ধা, বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি, বন্ধ

তবে আগামীকাল মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে যথারীতি এই বন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM