এবার সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি ইনু গ্রেফতার

দেশজুড়ে ডেস্ক :

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

- Advertisement -google news follower

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) গুলশান জোনের উপ-কমিশনার কাজী জিয়াউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইনুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে।

ডিএমপি সূত্র জানায়, নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -islamibank

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে ২০১৪-২০১৯ মেয়াদে সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে তিনি দলের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপরই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র-জনতা নিহতের ঘটনায় মামলা করা হচ্ছে। এমন কয়েকটি মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM