সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এক পরিবার। সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করবে সরকার৷ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

- Advertisement -

সোমবার (২৬ আগস্ট) এক ব্রিফিংয়ে নাহিদ বলেন, এতোদিন সংখ্যালঘুদের উপর হামলার পেছনে ক্ষমতাসীনরা জড়িত ছিলো। সে কারণেই কোনো হামলার বিচার হয়নি।

- Advertisement -google news follower

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ একটা ব্যর্থ রাষ্ট্র দিয়েছে। এটি নতুন করে গড়তে চাই।

সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস ধারণ করেই বিশ্বের বুকে বাংলাদেশকে দাঁড় করাতে হবে৷ কোনো সম্প্রদায়ের উপর বৈষম্য মেনে নেয়া হবে না।

- Advertisement -islamibank

নাহিদ এসময় তাদের নিজেদের সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেয়ার আহ্বান জানান। বলেন, এদেশের মালিক সব ধর্মের মানুষ। সব ধর্মের মানুষই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

উপদেষ্টা বলেন, এক আমলে হিন্দুরা বৈষম্যের শিকার হয়, অন্য আমলে দাড়ি টুপি পরা ব্যক্তিরা নির্যাতনের শিকার হয়। এসব বৈষম্য থাকবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM