টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

টাইব্রেকারের পঞ্চম শট মোহাম্মদ আসিফ ঠেকানোর সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে উঠে কাঠমুণ্ডুর পুরো গ্যালারি।

- Advertisement -

ভারতের বিপক্ষে প্রথম ও পঞ্চম শট ফিরিয়ে বাংলাদেশকে সাফের অনুর্ধ্ব-২০ আসরের ফাইনালে নিয়ে গেছেন গোলরক্ষক আসিফ।

- Advertisement -google news follower

৯০ মিনিটের খেলা শেষে ১-১ ব্যবধানে সমতায় থাকা ম্যাচ পেনাল্টি শ্যুট আউটে গড়ালে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

ম্যাচের প্রথমার্ধে আসাদুল মোল্লার গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। পিছিয়ে থাকা ভারত দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার আভাস দেয়।

- Advertisement -islamibank

সেই সঙ্গে গোলের দেখাও পেয়ে যায় তারা। তাতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। আর সেখানেই ভারতের দুই শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশের জয়ের নায়ক বনে যান মোহাম্মদ আসিফ।

ম্যাচের শুরুতেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে ম্যাচের ৩৬তম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন আসাদুল মোল্লা। এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে কিছুটা পথ হারায়।

ভারত একাধিকবার বাংলাদেশের রক্ষণ ভেদ করার চেষ্টা করলেও তা ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

তবে ম্যাচের দৃশ্যপট বদলে যায় ৬৫ মিনিটের দিকে, যখন আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। সিনিয়র জাতীয় দলে খেলা অভিজ্ঞ শ্রাবণ উঠে গেলে বদলি হিসেবে নামেন মোহাম্মদ আসিফ।

গোলরক্ষক বদলের পর বাংলাদেশ গোল হজম করে বসে ৭২তম মিনিটে। শেষ পর্যন্ত ৯০ মিনিটের খেলা ১-১ ড্র থাকায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ। যেখানে ভারতের প্রথম ও পঞ্চম শট থেকিয়ে বাংলাদেশের নায়ক বনে যান বদলি গোলরক্ষক আসিফ।

ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশের যুবারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM