খাগড়াছড়িতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন।
এ উপলক্ষে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে জেলা শহরের খাগড়াপুর গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল থেকে নানাবয়সী পুরুষ, নারী ও শিশু-কিশোর ভিড় জমাতে থাকে গির্জায়।
খাগড়াপুর ব্যাপটিস্ট চার্চের প্রধান হেমংকর ত্রিপুরার সভাপতিত্বে কেক কেটে প্রভু যিশুর জন্মদিন উদযাপন করা হয়।
এরপর গির্জার বাইরে আয়োজন করা হয় নানান রঙের আতশবাজি পোড়ানোর উৎসব। এ সময় সঙ্গীতের তালে তালে উৎসবে মেতে ওঠে সব বয়সের মানুষ।
গীর্জার যাজক বলেন, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে এটি খুশির দিন। দুই হাজার বছরেরও বেশি সময় আগে এইদিনে প্রভু যিশু মানুষরূপে সাধারণ মানুষের ঘরে জন্ম নিয়েছিলেন। এইদিনে ত্রিপুরাসহ বিশ্ববাসীর শান্তি কামনা করি আমরা।
জয়নিউজ/সবুজ/আরসি