বাল্যবিবাহ করার দায়ে জয়পুরহাটে বরকে এক মাস, বরের খালাকে ও কনের মাকেও ১৫ দিন কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ আগস্ট) শহরের সাহেবপাড়ায় ওই অভিযান পরিচালনা করা হয়। পরে একই দিনের বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শহরের সাহেবপাড়া এলাকার বাসিন্দা ফয়জুল হকের ছেলে নাহিদ হাসান (২০), তার খালা রুমা ও কনের মা মাজেদা। নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম তাঁদের সাজা দেন।
এ সময় জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম জানান, শহরের সাহেবপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর (১২) সাথে একই এলাকার নাহিদ হাসানের (২২) বাল্যবিয়ের আয়োজন করেন দু’পরিবার।
স্থানীয় মৌলভি ডেকে ধর্মীয় মতে তাদের বিয়ে দেওয়া হয়। সেই সাথে খবর দেওয়া হয় কাজীকেও।
কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হাজির হন সদর ইউএনও এর ভ্রাম্যমাণ আদালতের টীম। এসময় ভ্রাম্যমাণ আদালতে বরকে ১ মাস, তার খালাকে ও কনের মাকেও ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়। পরে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জেএন/পিআর