প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা, খসরু সাহেব এবং সালাউদ্দিন সাহেব সহকারে এসেছিলাম। প্রায় সোয়া ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বেরিয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

- Advertisement -google news follower

বৈঠক থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী রয়েছি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে, প্রফেসর ইউনূসের নেতৃত্বে তারা তাদের আন্তরিকতা, ডিসিপ্লিন, যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। একইসঙ্গে তারা একটি নির্বাচনের দিকে এগিয়ে যাবেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি।’

আপনারা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন, এমন প্রশ্নে ফখরুলের জবাব, ‘রাজনৈতিক দলগুলোরও সঙ্গে কথা বলবেন পর্যায়ক্রমে। ওইটা ওনারাই বলবেন।’

- Advertisement -islamibank

আপনারা কি নির্বাচনের সম্ভাব্য কোনও তারিখ বলেছেন? উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘না না, আমরা কোনও তারিখ বলিনি। ওনারাই তো তারিখ বলবেন। আমরা তো তারিখ বলবো না।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিটে যমুনায় পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM