বাঁশখালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপা‌তে জেলের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রা‌মের বাঁশখালীর শীলকূপের একটি নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাফর আহমদ (৫০) নামে এক জেলে মারা গেছেন।

- Advertisement -

বুধবার (২৯ আগস্ট) রাতে তার মৃত্যু হলেও বৃহস্পতিবার ভোরে তার নিথর দেহটি পাওয়া যায়। বজ্রপাতে তার শরীরের অংশবিশেষ ঝলসে যায়।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শী আলম জানান, জাফর আহমদ শীলকূপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোয়াজ্জিন পাড়ার বাসিন্দা। পাঁচ সন্তানের জনক জাফর মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

গত বুধবার রাতে মাছ ধরার উপকরণ নিয়ে মাছ ধরতে বের হন তিনি। হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত নদীতে আছড়ে পড়ে।

- Advertisement -islamibank

ভোরে একটি বাতি জ্বলতে দেখে ঘটনাস্থলে গিয়ে দেখি জাফর পড়ে আছে এবং তার হাতে ধরা টর্চলাইট জ্বলতেছে। পাশে মাছ ধরার পলোটিও পড়ে ছিল। আরো কাছে গিয়ে দেখি জাফর মারা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আশিক হোসেন চৌধুরী বলেন, ‘বুধবার রাতে আমার এলাকার জাফর আহমদ পলো নিয়ে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন। তার শরীরের অংশবিশেষ ঝলসে যায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM