আম্বানিকে টপকে ভারতের শীর্ষ ধনী এখন আদানি

প্রতিবেশী ডেস্ক :

মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ১১.৬ লাখ কোটি টাকার সম্পদ নিয়ে আবারও ভারতের শীর্ষ ধনীর তালিকায় উঠে এলেন গৌতম আদানি ও তার পরিবার।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪’ প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষে উঠে এসেছেন ২০২০ সালে চতুর্থ স্থানে থাকা আদানি। খবর এনডিটিভির।

- Advertisement -google news follower

হুরুন রিচ লিস্টে বলা হয়েছে, হিন্ডেনবার্গের অভিযোগের পর গৌতম আদানি এবং পরিবার এই বছরের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছে।

গত বছরের তুলনায় তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে ৯৫ শতাংশ। তাদের মোট আয় ১১ দশমিক ৬ লাখ কোটি রুপিতে পৌঁছেছে। ১০.১৪ লাখ কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আম্বানি।

- Advertisement -islamibank

এনডিটিভি জানিয়েছে, গত এক বছরে আদানি গোষ্ঠীর সব সংস্থায় শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ, আদানি বন্দরগুলোতে শেয়ারের দাম ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এছাড়া আদানি এনার্জি, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন এবং আদানি পাওয়ারের শেয়ারের দাম গড়ে ৭৬ শতাংশ বেড়েছে।

হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রধান গবেষক আনাস রহমান বলেছেন, ভারত ‘এশিয়ার সম্পদ তৈরির মেশিন হিসেবে আবির্ভূত’ হচ্ছে। ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ২৯ শতাংশ বেড়েছে। অপরদিকে চীনে এ সংখ্যা ২৫ শতাংশ কমেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM