গার্মেন্টটেক চট্টগ্রাম প্রদর্শণী মেলা শুরু হয়েছে। ৩ দিন ব্যাপী এই মেলা আগামী ১১ আগস্ট পর্যন্ত চলবে। নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় এ্যাপারেলস, মেশিনারি ও সংশ্লি¬ষ্ট পণ্য, সুতা ও বস্ত্র, গার্মেন্টস এক্সেসরিজ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনীর স্টল রয়েছে।
বৃহস্পতিবার( ৯ আগস্ট) সন্ধ্যায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, তৈরি পোশাক শিল্পে বিশ্বের ২য় বৃহত্তম রপ্তানিকারক দেশ বাংলাদেশ। প্রতিযোগিতামূলক বাজারে পোষাক রপ্তানিতে আমাদের সরকারের লক্ষ্যমাত্রা ৫ হাজার কোটি মার্কিন ডলার রপ্তানি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।
তিনি বলেন, উৎপাদনশীলতা, কমপ্লায়েন্স, নিরাপত্তা নিশ্চিত করা গেলে গার্মেন্টস শিল্প এগিয়ে যাবে। গার্মেন্টস শিল্পের প্রসারে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের অর্থনীতির বৃহৎ এ খাত সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজিএমইএ পরিচালক রঞ্জন দাশ জয় ও সাবেক পরিচালক সওকত ওসমান উপস্থিত ছিলেন।
মেলার আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড এন্ড এক্সিবিশনস প্রা.লি. বাংলাদেশ-এর পরিচালক টিপু সুলতান ভূঁইয়া জানান, যেসব উদ্যোক্তা নতুন কারখানা স্থাপনে এবং প্রসারণের চিন্তা করছেন তাদের প্রয়োজনীয় সব ধরনের পণ্য একই ছাদের নিচে পাওয়ার ব্যাপারে গার্মেন্টেক চট্টগ্রাম-২০১৮ সাহায্য করবে।