পাক-বাংলাদেশ ২য় টেস্ট ম্যাচে বৃষ্টির বাগড়া

খেলাধুলা ডেস্ক :

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ২য় ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। তাই নির্ধারিত সময়ে ম্যাচটি শুরু করা যাচ্ছে না।

- Advertisement -

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের টস আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হওয়ার কথা ছিল। তবে মধ্যরাত থেকে পাকিস্তানের শহরটিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আউটফিল্ডে গর্ত সৃষ্টি হয়েছে। পিচ কাভারে ঢাকা।

- Advertisement -google news follower

কিছুক্ষণের জন্য থামলেও আবার ফিরে এসেছে বৃষ্টি। রাওয়ালপিন্ডির আজকের আবহাওয়ার পূর্বাভাসও সুখকর নয়। সারা দিনই বৃষ্টি হতে পারে। এমনকি বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। ঝুম বৃষ্টিতে গতকাল অনুশীলন করা সম্ভব হয়নি।

- Advertisement -islamibank

প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দ্বিতীয় দিন থেকে আবহাওয়া নিয়ে চিন্তা কমবে। টেস্টের শেষ চার দিন ঝকঝকে আবহাওয়া থাকার কথাই বলছে পূর্বাভাস।

রাওয়ালপিন্ডিতেই সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ড্র করলেই সিরিজ জিতবে।

তবে সিরিজ বাঁচাতে পাকিস্তানের শেষ টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। দ্বিতীয় টেস্টের জন্য গতকাল ১২ সদস্যের দল দিয়েছে স্বাগতিকেরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM