টানা ৩ মাস পর সুন্দরবনে প্রবেশ উন্মুক্ত হচ্ছে রোববার

ভ্রমণ ডেস্ক :

টানা তিন মাস বন্ধ থাকার পর আগামী রোববার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে প্রবেশ উন্মুক্ত হচ্ছে।

- Advertisement -

এদিন থেকে বনজীবী ও পর্যটকরা যথাযথ নিয়ম মেনে বনে প্রবেশ করতে পারবে। আজ বৃহস্পতিবার বন বিভাগ সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

- Advertisement -google news follower

সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষা, বন্য প্রাণী এবং নদী–খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে ইকো-ট্যুরিজমসহ বনজীবীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

২০২২ সাল থেকেই মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এই তিন মাস বনে প্রবেশ বন্ধ রাখা হচ্ছে।

- Advertisement -islamibank

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন বন বিভাগের আওতাধীন খুলনা সাতক্ষীরা রেঞ্জে মোট ১২ হাজার নৌকার সুন্দরবনে প্রবেশের বিএলসি (বোট লাইসেন্স সার্টিফিকেট) আছে।

সে হিসেবে প্রতিটি রেঞ্জে মোট ৩ হাজার বিএলসি নৌকা আছে।

এদিকে নিষেধাজ্ঞার নির্ধারিত সময়সীমা শেষের পথে হওয়ায় সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন বন–সংলগ্ন বনজীবী পরিবার এবং ট্যুর অপারেটরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM