কাবুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। একটি সরকারি ভবনে চালানো এ হামলায় নিহত অধিকাংশই সরকারি কর্মকর্তা। তবে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন হামলাকারীও নিহত হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

- Advertisement -

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে গণপূর্ত মন্ত্রণালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই বন্দুকধারীরা হামলা শুরু করে। বন্দুকধারীদের হামলায় এ সময় গণপূর্ত বিভাগে কর্মরত লোকজন ভবনের ভেতরে আটকা পড়েন। বন্দুকধারীরা ভবনটির বিভিন্ন ফ্লোরে গিয়ে সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালায়। হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -google news follower

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, দু’পক্ষের গোলাগুলিতে নিহতদের মধ্যে এক পুলিশ সদস্যসহ তিন হামলাকারীও রয়েছে।

ওই হামলায় আরো ১০ জন আহত হয়েছে।

জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM