এস আলম গ্রুপের গাড়িকাণ্ড নিয়ে দক্ষিণ বিএনপি নেতাদের ব্যাখ্যা!

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জার টেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যার হাউজে গিয়ে বেশকিছু গাড়ী নিরাপদ স্থানে পৌঁছাতে বিএনপি নেতাদের সহযোগিতা করার যে সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

- Advertisement -

আজ শনিবার (৩১ আগষ্ট) দুপুর ২টায় নগরীর দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন তারা।

- Advertisement -google news follower

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান লিখিত বক্তব্যে বলেন, গত ২৯ আগষ্ট চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত মীর গ্রপের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামের মুঠোফোনে যোগাযোগ করেন।

ফোনে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিএনপি’র নাম দিয়ে চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে, মীর গ্রুপের প্রতিষ্ঠান গুলোতে হামলার হুমকি দেয়ার বিষয় তাদের জানানো হয়।

- Advertisement -islamibank

বিএনপি’র নাম দিয়ে ফোন করার ঘটনাটি জেনে এনামুল বিষয়টি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে অবহিত করেন। পরে কয়েকজন বিএনপি নেতাকর্মীকে সাথে নিয়ে ঘটনা যাচাই করতে যায় এবং চাঁদাবাজদের হুমকির ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সেখানে ৩০ মিনিটের মত অবস্থান করে মীর গ্রুপের কর্মকর্তাদের আশ্বস্ত করি। বিএনপির নাম দিয়ে কেউ যদি কোনো চাঁদা দাবি করে; তাহলে তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার পরামর্শ দিয়ে আমরা চলে আসি। মূল ঘটনা হলো এটা।’

সংবাদ সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপি নেতারা দাবি করেন কারো কূপ্ররোচনায় ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা সংবাদ প্রচার করে আমাদেরকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কয়েকটি গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করেছেন। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম সহ জেলার নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন সম্পুরক প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, এস এম মামুন মিয়া, লায়ন নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, অ্যাড. ফৌজুল আমিন, মফজল আহমদ চৌধুরী, নূরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল (আনোয়ারা), মেজবা উদ্দিন চৌধুরী, হাজী মোহাম্মদ রফিক, হাজী মো: ইসহাক চৌধুরী, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রেজাউল করিম নেছার, মাষ্টার মোহাম্মদ লোকমান, রেজাউল করিম রেজা, গাজী আবু তাহের, মোর্শেদুল শফি হিরু, সাইফুদ্দিন আহমেদ তৌহিদুল আলম, আবদুল মাবুদ, শামশুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজ প্রমূখ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM