জনপ্রিয় মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কুপ কনসার্টে গান করতে করতেই এক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
শুক্রবার (৩০ আগস্ট) হামদের শহরের সেন্টার পার্কে আয়োজিত কনসার্টে ওই গায়ক তার শোয়ের প্রায় অর্ধেক সময় পার করার পর হঠাৎ মঞ্চ ভেঙে পড়লে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কনসার্ট চলাকালীন স্টেজ ভেঙে পড়লে মারাত্মক আহত হন ফ্যাটম্যান। এ সময় হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি তবুও। মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক।
হামদের শহরের মেয়র লেউরেন গ্যারেট ফেসবুক পোস্টে জানিয়েছেন, স্টেজ ভেঙে পড়ার পরই ওই গায়ককে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
সামাজিক মাধ্যমে স্কুপের পরিবার জানান, একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল, যিনি মঞ্চ ও জীবনের জন্য ছিলেন আলোর উৎস।
স্কুপ ফ্যাটম্যান একজন বিশ্বব্যাপী পরিচিত গায়ক। ১৯৯০-এর দশকে নিউ ইয়র্ক সিটির হিপ হপ দৃশ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তিনি।
স্কুপ মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কার বিজয়ী গান ‘লুজ কন্ট্রোল’ এবং মারিয়া কেরির ‘ইটস লাইক দ্যাট’সহ জনপ্রিয় গানে অংশ নিয়েছেন।
জেএন/পিআর