সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন কেউ কেউ : রিজওয়ানা

জাতীয় ডেস্ক :

সরকারকে বিব্রত করার জন্য কেউ কেউ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

- Advertisement -

তিনি বলেন, এর অংশ হিসেবে সাংবাদিকদের নামে হত্যা মামলা হতে পারে। তবে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করছে সরকার।

- Advertisement -google news follower

তিনি আজ রোববার সাংবাদিকদের এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আদালতে গিয়ে আসামিরা হেনস্তার শিকার হচ্ছেন, এটা কখনই কাম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার তা সমর্থন করে না। তবে, সবকিছু সব সময় সরকারের হাতে থাকে না।

- Advertisement -islamibank

পুলিশ সংস্কারের ব্যাপারে এ উপদেষ্টা বলেন, পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের প্রতিনিধি দল সংস্কারের যে সুপারিশ দেবে সেটাও বিবেচনা করা হবে।

গত ৫৩ বছরে পুলিশ জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি। যখন যে দল ক্ষমতায় এসেছে তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার ‌‘বাংলাদেশ পুলিশ’ গড়তে চাই।

তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু উন্নয়নসহ বন সংরক্ষণে আর্থিক সহায়তা করবে ইউএনডিপি এবং ফ্রান্স। তাদের প্রতিনিধি দলের সাথে এ ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM