নগদ টাকা উত্তোলনে নতুন সীমা নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ডেস্ক :

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনে নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা গ্রাহক তুলতে পারবেন। আজ রোববার থেকে এটি কার্যকর হয়েছে।

- Advertisement -

এর আগে টাকা উত্তোলনের পরিমাণ চার লাখ ছিল।

- Advertisement -google news follower

আজ রোববার থেকে নিরাপত্তাজনিত কারণে বেঁধে দেওয়া পরিমাণের বেশি কেউ তুলতে পারবে না। গতকাল শনিবার বাংলাদেশে এ নির্দেশনা দিয়েছেন।

তার আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের দুই সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ দুই লাখ এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ চার সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হচ্ছে।

- Advertisement -islamibank

গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে ব্যাংকের শাখায় টাকা স্থানান্তরে সমস্যা হচ্ছে।

সে জন্য এক হিসাব থেকে পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM