বাঘাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম যাবে হেলিকপ্টারে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাঁচ কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম যাবে হেলিকপ্টারে। এ এলাকায় মোট ৩৮টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৬ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫ হাজার ১৬২ জন ও মহিলা ৩১ হাজার ৬৬০ জন।

- Advertisement -

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাদিম সারওয়ার জয়নিউজকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বাঘাইছড়ি উপজেলাধীন মোট ৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম ৫টি কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে নির্বাচনি সরঞ্জাম পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে।

- Advertisement -google news follower

বাঘাইছড়ির সার্বিক পরিস্থিতি ভালো বলেও মন্তব্য করেন তিনি।

বাঘাইছড়ি উপজেলার মোট ৩৮টি ভোটকেন্দ্র হল- কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জীবঙ্গাছড়া (বাবুপাড়া) কমিউনিটি সেন্টার, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিজকমুখ উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেদারমারা সরকারি বিদ্যালয়, পাবলাখালী সরকারি বিদ্যালয়, বাঘাইছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোরঘোনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোসর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগয্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, করেঙ্গাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাঙ্গাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবনালন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলাবার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলাবান উচ্চ বিদ্যালয়, নিউলয়কর সরকারি প্রাথমিক বিদ্যালয়  (হেলিসট), বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসট), কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয় হেলিসর্ট) ও শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয় (হেলিসর্ট)।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM