কর্মস্থলে যোগদানের নির্দেশ

বোয়ালখালী পৌর প্রশাসকের ছুটি বাতিল

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরীর মঞ্জুরীকৃত ছুটি বাতিল করা হয়েছে।

- Advertisement -

রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) রাকিব হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ছুটি বাতিল করেন।

- Advertisement -google news follower

ওই আদেশে বলা হয়, গত ২৭ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যগত কারণে নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৩(১) (ii) মোতাবেক ২১ আগস্ট হতে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ২৫দিন পূর্ণগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়েছিলো।

বর্তমানে বোয়ালখালী উপজেলায় বন্যা পরবর্তী ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন জনগুরুত্ব কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায়, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর-১ শাখার ১৮ আগস্ট প্রজ্ঞাপনমূলে বোয়ালখালীর পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান এবং অনুপস্থিতিতে পৌর প্রশাসকের প্রতিকল্প কর্মকর্তার ব্যাপারে নির্দেশনা না থাকায় উপজেলার সার্বিক কার্যাদি সূচারুভাবে সম্পন্নের জন্য মঞ্জুরীকৃত অর্জিত ছুটি হতে ২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনের পূর্ণগড় বেতনে মঞ্জুরীকৃত অর্জিত ছুটি বাতিল করা হলো।

- Advertisement -islamibank

তাকে ২ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।

জেএন/পুজন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ