জরিমানা দেড় লাখ

মরিচের গুঁড়োয় রং মিশিয়ে বাজারজাত করত জয় মসলা ফুড

অনলাইন ডেস্ক

শুকনো মরিচ ক্রাসিং করে অনুনোমোদিত টেক্সটাইল রং মিশিয়ে দীর্ঘদিন ধরেই বাজারজাত করে আসছিলো চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখাঁন নগর এলাকার জয় মসলা ফুড প্রোডাক্টস।

- Advertisement -

এমন অভিযোগে টিম নিয়ে তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -google news follower

সোমবার (২ সেপ্টেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহর নের্তৃত্বে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা মেলে।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে টেক্সটাইল রং মিশ্রিত ভেজাল মরিচের গুঁড়ো জনসমক্ষে ধ্বংস করা হয়।

- Advertisement -islamibank

এসব তথ্য নিশ্চিত করে উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে তার সাথে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার ও আমিনুল ইসলাম।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM