ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে শত্রুতা করে কোনো ফায়দা নেই, ভারতের সঙ্গে সম্পর্ক ফারাক করেও লাভ নেই। এছাড়া পশ্চিমাদের সঙ্গে সম্পর্কে উন্নয়নেও বেগ পেতে হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

- Advertisement -

আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মো. তৌহিদ হোসেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের বাড়াবাড়ি বিশ্ব গ্রহণ করেনি।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাদের কাজ আছে, তারাই শুধু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

- Advertisement -islamibank

তিনি বলেছেন, উনি (প্রধান উপদেষ্টা) যেভাবে চেয়েছেন মোটামুটি ছোট একটা বহর যাবে। আমরা বড় বহর নিয়ে যাবো না। যত কম সময়ে ওখানের কাজগুলো শেষ করে চলে আসতে পারেন, সেই চেষ্টা করবেন। যাওয়া-আসা মিলিয়ে এক সপ্তাহের বেশি না।

এসময় বহরের সংখ্যা জানতে চাইলে তিনি আরও বলেন, নিশ্চিত সংখ্যাটা আমি আজও বলতে পারবো না। তবে যেটা বললাম খুব একটা বহর যাবে, বেশি বড় না। একেবারেই যাদের প্রয়োজন আছে, নির্দিষ্ট কাজ আছে, শুধু তারাই যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM