ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা: মৃত্যু অর্ধশতাধিক

ভিনদেশ ডেস্ক

দুটি রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মধ্য ইউক্রেনের পোলতাভা শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালে আঘাত করেছে।

- Advertisement -

এতে কমপক্ষে ৫১ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলাটি রাশিয়ান বাহিনীর দ্বারা পরিচালিত সবচেয়ে প্রাণঘাতী বলে মনে হচ্ছে। তবে রাশিয়া আক্রমণের বিষয়ে তাৎক্ষনিক ভাবে কিছু বলে নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, ইনস্টিটিউট অফ কমিউনিকেশনের একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। মানুষ ধ্বংসস্তূপের নিচে মানুষ খুঁজে পাওয়া গেছে। অনেককে রক্ষা করা হয়েছে,”

- Advertisement -islamibank

জেলেনস্কি বলেন, “উদ্ধার অভিযানে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হামলার পূর্ণ ও দ্রুত তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

পোলতাভা রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রাশিয়ান সীমান্তের কাছাকাছি অবস্থিত।

শহরটি কিয়েভ এবং ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের মধ্যে প্রধান মহাসড়ক এবং রেলপথে অবস্থিত।

জেলেনস্কি প্রতিশ্রুতি দিয়েছেন যে, রাশিয়া এই হামলার জন্য অবশ্যই ক্ষতিপূরণ দেবে। সূত্র: আল জাজিরা

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM