পুলিশের ইমেজ বাড়াতে সময় দিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

পুলিশের ইমেজ (ভাবমূর্তি) বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

- Advertisement -

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

- Advertisement -google news follower

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ কিন্তু আস্তে-আস্তে উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনও কিছু নাই যে, আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে।

তিনি বলেন, আমি তো একদিনে পারবো না, সময় দিতে হবে। আমি ব্যবস্থা নিচ্ছি।

- Advertisement -islamibank

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগে রয়েছে পুলিশের বিরুদ্ধে। এমন অভিযোগে এখন পর্যন্ত এ বাহিনীর বর্তমান ও সাবেক অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। অনেকেই পলাতক রয়েছেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM