পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি

আইন-আদালত ডেস্ক :

আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি এ পদত্যাগের কথা জানান।

- Advertisement -

আওয়ামী সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলসহ বেশিরভাগ আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তবে তখন সুজিত চ্যাটার্জিসহ কয়েকজন আইন কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন।

- Advertisement -google news follower

এ অবস্থায় গত ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার আগের নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। নতুন নিয়োগেও সুজিত চ্যাটার্জি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ পান।

এই নিয়োগের পর সুজিত চ্যাটার্জি বাপ্পী, সাইফুদ্দিন খালেকসহ ১৫ আইন কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছিল আইনজীবীদের একটি অংশ। তার জেরেই পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।

- Advertisement -islamibank

উল্লেখ্য, সুজিত চ্যাটার্জি বাপ্পী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM