বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আযম

সাহিত্য ডেস্ক :

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত মোহাম্মদ আযম।

- Advertisement -

আজ বৃহস্পতিবার(৫ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণায়লের সচিব খলিল আহমেদ, মোহাম্মদ আযমকে বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

নিয়োগ বিষয়ে ড. মোহাম্মদ আজমের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাকে বিষয়টি জানিয়েছে।

মোহাম্মদ আযমের জন্ম নোয়াখালির হাতিয়ায়, ১৯৭৩ সালের ২৩ আগস্ট। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বি-উপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেন তিনি।

- Advertisement -islamibank

সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি তাঁর আগ্রহের বিষয়। ড. মোহাম্মদ আজমের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, সম্পাদিত গ্রন্থ ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’, ‘কবি ও কবিতার সন্ধানে’।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM