দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীকে এক কেজি স্বর্ণসহ আটক করা হয়।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে শুল্ক গোয়েন্দার তথ্যের ভিত্তিতে বিমান যাত্রী মোহাম্মদ আব্দুল করিমকে এসব স্বর্ণসহ আটক করা হয়। স্বর্ণগুলোর আনুমানিক মূল্য সর্বমোট এক কোটি টাকা।
বিমানবন্দর কাস্টমসের তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের মধ্যে চারটি গলিতস্বর্ণ পিণ্ড ও ১০০ গ্রাম স্বর্ণালংকার। যার মোট ওজন এক কেজি।
জানা যায়, সন্দেহভাজন হিসেবে বিমানের ভেতরেই মোহাম্মদ আব্দুল করিমের শরীর তল্লাশি করা হয়।
এ সময় তার শরীর থেকে দুইটি গলিতস্বর্ণ পিণ্ড ও তার সিটের নিচে দুইটি গলিতস্বর্ণ পিণ্ড এবং হ্যান্ডব্যাগ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ওই যাত্রীর গন্তব্য ঢাকায় হওয়ায় পরবর্তী কার্যক্রমের জন্য চট্টগ্রাম বিমানবন্দরের দুইজন শুল্ক গোয়েন্দার স্কট সহকারে যাত্রী ও স্বর্ণসহ উক্ত ফ্লাইটযোগে ঢাকা বিমানবন্দরে রওনা দেয়।
জেএন/পিআর