কেনিয়ার মধ্যাঞ্চলে একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে।
এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছে ১৩ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে দেশটির নায়েরি কাউন্টির এন্দারাশা বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি, তবে নিহতদের বেশিরভাগই শিশু। বোর্ডিং স্কুলটিতে প্রায় ৮০০ জন শিশু পড়াশোনা করে, যাদের বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে।
পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহগুলো চেনার উপায় নেই।
হট৯৬ এফএম রেডিওকে তিনি জানান, এরইমধ্যে একটি তদন্ত কমিটি হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করতে তদন্তে নেমেছে।
আহত শিশুদের উদ্ধার করে নয়েরি প্রাদেশিক জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কেনিয়া রেড ক্রস।
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো এই খবরকে “বিধ্বংসী” বলে অভিহিত করেছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ভয়াবহ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দিচ্ছি। যারা দায়ী তাদের জবাবদিহি করা হবে।
জেএন/পিআর