আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি অতি উৎসাহিত হয়ে কোনো অনভিপ্রেত আচরণ না করতে তাদের প্রতি আহ্বান জানান।
বুধবার (২৬ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজ দফতরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি নির্বাচন ঘিরে ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
মাহবুব তালুকদার বলেন, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুক, দেশের মানুষ যেন পরাজিত না হয়।
তিনি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজ দায়িত্ব পালন করার জন্য রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অনুরোধ জানান। তিনি বলেন, কোনো কলুষিত নির্বাচনের দায় জাতি বহন করতে পারে না।
ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে এবং পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়-ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না।
তিনি বলেন, এবারের নির্বাচন আগামী প্রজন্ম ও আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন।