কালুরঘাট সেতুর রেলিং ভেঙে নদীতে চাঁদের গাড়ি, আহত ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে কর্ণফুলী নদীতে পড়ে গেছে চাঁদের গাড়ি নামে পরিচিত একটি জিপ। এ সময় গাড়ির চালকসহ দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু পার হওয়ার সময় বেপরোয়া গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পড়ে গেছে। গাড়িটিতে চালকসহ দুজন যাত্রী ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো.সাইদুর রহমান বলেন, কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্ত থেকে নগর প্রান্তের উদ্দেশ্যে যাওয়া একটি চাঁদের গাড়ি (জিপ) ডানপাশের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে। তবে দুজনকে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে গাড়িটি নদীর প্রবল স্রোতে দূরে ভেসে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

- Advertisement -islamibank

গত বছরের ১ আগস্ট কালুরঘাট সেতু সংস্কার শুরু করেন রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ এক বছর ধরে সংস্কার কাজের জন্য এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে সেতুটি যান চলাচলের জন্য উপযোগী করতে কার্পেটিং করা হচ্ছে। এরই মধ্যে নিয়ম না মেনে সেতু দিয়ে গাড়ি চলাচল করছে। ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM