চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন । তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকার জয় হলে শ্রমিকদের সুযোগ-সুবিধা আরো বাড়বে।
তিনি বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগের (সিবিএ) সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মেয়র বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে শ্রমিকদের কর্মসংস্থান হবে। কেউ বেকার থাকবে না । প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন আগামীবার সরকার গঠন করতে পারলে শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হবে।
ইতোমধ্যে বন্দর শ্রমিকদের বেশ কিছু দাবি পূরণ হয়েছে উল্লেখ করে মেয়র বলেন,বন্দরে বর্তমানে হুইচম্যান পদে ৫৮১ জন শ্রমিক কাজ করছে।
মেয়র বলেন, দেশে দরিদ্রের সংখ্যা কমেছে, শিক্ষার হার বেড়েছে। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়শীন দেশের যোগ্যতা অর্জন করেছে। আওয়ামী লীগের লক্ষ্য হচ্ছে, ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। গ্রামে কাবিখা, টিআর, ভিজিভি, ভিজিডি, প্রতিবন্ধী ও বয়স্কভাতা, স্বামী পরিত্যক্তা ও বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করা হচ্ছে ।
সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম ও কর্মসংস্থান সস্পাদক হাবিবুর রহমান সিরাজ ।
সংগঠনের সভাপতি মো. মীর নওশাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছেরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো. ইছহাক, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ইসকান্দার মিয়া ও নুরুন নবী, পদ্মা অয়েল সিবিএর সাধারণ সম্পাদক মো. আইয়ুব ।
উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. নুরুল আফছার, নুরুল আমিন ভূঞা, দুলাল মিয়া, মো. আইয়ুব দোভাষ, সহসভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, শহিদ উল্যাহ, মো. নাছের, আমিনুল ইসলাম ভূঞা, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল চৌধুরী, অর্থ সম্পাদক মো. আলী আকবর, যুগ্ম দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আবুল হাসেম, কার্যকরী সদস্য আবুল হোসেন।