নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে ৪৮ জনের মৃত্যু

ভিনদেশ ডেস্ক :

নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলে একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণে রোববার অন্তত ৪৮ জন নিহত হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

- Advertisement -

প্রতিবেদনে বলা হয়, নাইজার রাজ্যে একটি যাত্রী ও গবাদি পশু বহনকারী ট্রাকের সঙ্গে জ্বালানি ট্যাংকার ট্রাকটির সংঘর্ষ হয়। এসময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

- Advertisement -google news follower

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানান, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৪৮ জন। কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনা নতুন নয়। দেশটির ফেডারেল রোড সেফটি করপোরেশনের তথ্য অনুসারে, কেবল ২০২০ সালেই দেড় হাজারটি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

- Advertisement -islamibank

এতে অন্তত ৫৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ১০০ জনের বেশি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM