টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ সোমবার এক খুদে বার্তায় র্যাব জানিয়েছে, শাহজাহান মিয়া সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের ওপর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করার ভিডিও ফুটেজ রয়েছে শাহজাহান মিয়ার বিরুদ্ধে।
এছাড়া তাঁর বিরুদ্ধে সহিংসতা ও মাদকসহ অনেকগুলো মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কেকেপাড়া এলাকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টার অভিযোগে বদি, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ২০ জনকে আসামি করে মামলা হয়।
সেই মামলায় বদিকে গ্রেপ্তার করে র্যাব-৭।
জেএন/পিআর