অক্সিজেনে ভোক্তার অভিযানে গা শিউরে উঠার মতো দৃশ্য!

অপরাধ ডেস্ক :

খাদ্যের মান ও দাম নিয়ন্ত্রণ এবং ভেজাল রোধে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন বাজারে তদারকিমূলক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে ভোক্তা‌ অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

সোমবার (৯ সেপ্টেম্বর) চালানো এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে ধরা পড়ে গা শিউরে উঠার মতো দৃশ্য।

- Advertisement -google news follower

মুদি দোকানে খাবারের সাথে পাওয়া গেছে তেলাপোকার বিষ্ঠা এবং বিড়ালের পায়খানা। কোন কোন দোকানে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে কাঁচা বুট। বিক্রি হচ্ছে ময়লাযুক্ত ময়দা।

অধিকাংশ দোকানে ছিলো না মূল্য তা‌লিকা। ক্রয় রশিদও নেই অনেকের কাছে, আবার দামেও তারতম্য দেখা গেছে কোন কোন প্রতিষ্ঠানে।

- Advertisement -islamibank

এসব নানান অপরাধের দায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়।

অভিযানের নের্তৃত্ব দেওয়া সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ফয়েজ উল্লাহ জানান, অক্সিজেন বাজারে মুরগি, সবজি ও মুদি সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে খাবারের সাথে তেলাপোকার বিষ্ঠা এবং বিড়ালের পায়খানা পাওয়ায় এক মুদি দোকানিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

তাছাড়া শুকনো বুটে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির দায়ে ছিদ্দিকের সবজিদের দোকানকে ২ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দামের তারতম্য পরিলক্ষিত হওয়ায় ২ সবজি বিক্রেতাকে ৪ হাজার টাকা। ক্রয় রশিদ দেখাতে না পারায় এক মুরগি দোকানকে ৩ হাজার এবং ময়লাযুক্ত ময়দা বিক্রির অভিযোগ এম এইচ ট্রেডার্স নামে অপর এক মুদির দোকানকে ৩ হাজার টাকাসহ মোট ১ লাখ ১২ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফয়েজ উল্লাহ।

অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি ছাত্র জনতাও উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM