চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে এক যুবলীগ কর্মী আসামি পালিয়েছেন। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামসহ ৪ পুলিশকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনার পর ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে থানায় নতুন ওসিকে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশের বাহাদুরপাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগের কর্মী সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। কিন্তু থানা থেকে ওই আসামি পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
আসামি কীভাবে পালিয়ে গেলেন, তা জানতে চাইলে ওসি রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, অগ্নিসংযোগের পর থানা এখনো অরক্ষিত। প্রায় ৩০ জন লোক ওই যুবলীগের কর্মীকে নিয়ে থানায় আসেন।
তারা তাকে মারধর করার চেষ্টা করছিলেন। তখন দায়িত্বরত পুলিশ কনস্টেবল ক্ষুব্ধ জনসাধারণকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই সুযোগে ওই আসামি পালিয়ে যান।
জেএন/পিআর