অবশেষে দূর হচ্ছে কোদালাবাসীর দুঃখ

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কোদালা খাল ভরাট হওয়ায় কয়েক বছর ধরে শুকনো মৌসুমে চাষাবাদ করতে অসুবিধায় পড়ছিলেন কৃষকরা। আবার পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় বর্ষায় পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়ে ডুবে যায় আশপাশের এলাকা।

- Advertisement -

প্রায় তিন দশক আগে কোদালা খাল খনন করার পর আর খালটি খনন করা হয়নি। তাই খালটি পুনরায় খননের দাবি করে আসছিলেন কোদালাবাসী।
অবশেষে তাদের এ দুঃখের অবসান হতে চলেছে। বুধবার (২৬ ডিসেম্বর) উদ্বোধন কর হয় কোদালা খাল পুনঃখনন কার্যক্রম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার পরিদপ্তর শাখার প্রধান প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ।

- Advertisement -google news follower

রাইখালী ইউপির সাবেক সদস্য আবুল হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক ইকরাম উল্ল্যাহ, রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক স্বপন কুমার বড়–য়া, উপ-পরিচালক পবন কুমার চাকমা।

এসময় বক্তরা বলেন, খাল ভরাট হওয়ায় দীর্ঘদিন ধরে শুকনো মৌসুমে চাষাবাদ করতে না পারায় স্থানীয় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। খালটি পুনঃখনন করা হলে শুল্ক মৌসুমে চাষাবাদ করা সম্ভব হবে।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, কোদালা খালটি নয় ফুট গভীর এবং বিশ ফুট চওড়া করা হবে।

জয়নিউজ/লাভলু/পলাশ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM