দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে ট্রাকচাপায় ৩ যুবকের মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

নড়াইলের লোহাগড়ায় দাদির লাশ দাফন করতে খাটিয়া আনতে গিয়ে ট্রাকের চাপায় নিহত হয়েছে নাতিসহ তিনজন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। তার অবস্থাও গুরুতর।

- Advertisement -

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জেলার লোহাগড়া উপজেলার পৌর শহরের আশ্রয়ণ প্রকল্পের সামনে (গুচ্ছ গ্রাম) মাইটকুমড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ, একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও একই গ্রামের জামাল মোল্লার ছেলে রাসেল মোল্লা। আহত ব্যক্তির নাম কুইন শেখ। তিনিও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত রাসেলের বৃদ্ধা দাদীর মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলো ওই চার জন।

- Advertisement -islamibank

ওই এলাকায় পৌঁছলে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত ও একজন আহত হন।

আহত কুইন শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুইপাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চারজন হতাহতের ঘটনায় মাইটকুমড়া গ্রামে শোকের মাতম চলছে। দাদির সাথে নাতিরও দাফনের ঘটনায় পরিবারের সবাই ভেঙে পড়েছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM