বলিউড অভিনেত্রী মালাইকার বাবা আত্মহত্যা করেছেন

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল আরোরা আত্মহত্যা করেছেন।

- Advertisement -

বুধবার সকালে মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

- Advertisement -google news follower

বুধবার প্রকাশিত আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে আরও বলা হয়,মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিনেত্রীর মা জয়েসের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ।

বহু বছর আগেই অভিনেত্রীর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। যদিও বেশ কয়েক বছর আগে ফের তারা একত্রে থাকতে শুরু করেন।

- Advertisement -islamibank

মালাইকার বাবা পেশায় নাবিক ছিলেন। মালাইকার মা পুলিশকে জানান, প্রতিদিনের মতো সকালে উঠে বারান্দায় বসেন তিনি। সেখানেই খবরের কাগজ পড়েন।

তবে বুধবার সকালে অভিনেত্রীর মায়ের খটকা লাগে যখন তিনি দেখেন বৈঠকখানা ঘরেই তিনি হাওয়াই চটি খুলে রেখেছেন। বারান্দায় গিয়ে নীচের দিকে উঁকি দিতেই তিনি দেখেন, নীচে পড়ে রয়েছে অনিলের নিথর দেহ।

গেটরক্ষী সাহায্যের জন্য চিৎকার করছেন। মালাইকার মা এ-ও জানান হাঁটুতে যন্ত্রণা ছাড়া আর কোনও বিশেষ রোগ ছিল না তার।

এদিকে, ঘটনা জানতে পেরেই মালাইকার সাবেক স্বামী আরবাজ খান তাদের বাড়িতে যান। দিও সেই সময় মুম্বাইয়ে ছিলেন না মালাইকা। খবর পেয়ে তড়িঘড়ি মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ