প্রবীণ সাংবাদিক শফিক রেহমান অসুস্থ, হাসপাতালে ভর্তি

মিডিয়াপাড়া ডেস্ক :

প্রবীণ সাংবাদিক শফিক রেহমান অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

- Advertisement -

বিষয়টি নিশ্চিত করে মৌচাকে ঢিল এর সহকারী সম্পাদক সজীব ওনাসিস বলেন, শফিক রেহমান অসুস্থ হয়ে বর্তমানে বিএসএমএমইউ’র কেবিন ব্লকে ভর্তি রয়েছেন।

- Advertisement -google news follower

চিকিৎসক শারীরিক অবস্থা জানতে এমআরআই করিয়েছেন। রিপোর্ট পেতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চিকিৎসকের বরাতে সজীব ওনাসিস আরও বলেন, ডক্টর তার স্ট্রোক হয়েছে কিনা সেটা সন্দেহ করছেন।

- Advertisement -islamibank

আগামীকাল এমআরই রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। তিনি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন বলে জানা গেছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হাসপাতালে তাকে দেখতে যান দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি এ জ্যেষ্ঠ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। একইদিন কেবিনে গিয়ে প্রবীণ এ সাংবাদিকের খোঁজ খবর নিয়েছেন বিএসএমএমইউ’র ভিসি অধ্যাপক সায়েদুর রহমান।

আওয়ামী সরকারের তোপের মুখে ২০১৮ সালে দেশ ছাড়েন সাংবাদিক শফিক রেহমান। এরপর গত ১৮ আগস্ট দীর্ঘদিন পর দেশে ফেরেন তিনি। গত বছরের ১৭ আগস্ট পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়।

মামলাটিতে ২০২২ সালের ১৩ নভেম্বর সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দেন। এরও আগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি দায়ের করেন পুলিশের এক কর্মকর্তা।

এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হন শফিক রেহমান। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM