সুপার টাইফুন ইয়াগির আঘাতে বিপর্যস্ত ভিয়েতনাম: মৃত্যু ১৭৯

ভিনদেশ ডেস্ক :

সুপার টাইফুন ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ১৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৭ শতাধিক মানুষ।

- Advertisement -

ঘূর্ণিঝড় পরবর্তী প্রবল বর্ষণে রেড রিভারের পানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বন্যায় তলিয়ে গেছে রাজধানী হ্যানয়ের অধিকাংশ এলাকা।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জিনহুয়া নিউজ এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দেশটিতে এখনও নিখোঁজ আছেন ১৪৫ জন নাগরিক। গেল ২৪ ঘণ্টায় বিরতিহীন বৃষ্টিপাতে প্রতিটি নদী ও জলাশয়ে বেড়েছে পানির স্তর।

- Advertisement -islamibank

এ অবস্থায় কয়েকটি প্রদেশে বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

গত শনিবার ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি। এতে রাজধানী হ্যানয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন।

ভেঙে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। ফলে বেশ কিছু এলাকায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যবস্থা।

এ পর্যন্ত ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে ১২ মিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভিয়েতনাম সরকার।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM