গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি

জাতীয় ডেস্ক :

গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের তথ্য জানতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

- Advertisement -

এতে গুমের ঘটনার ভিকটিম, পরিবারের কোনো সদস্য, আত্মীয়-স্বজন অথবা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শীদের কমিশনের কার্যালয়ে সশরীরে গিয়ে অথবা ইমেইলের মাধ্যমে তথ্য পাঠানোর আহ্বান করা হয়েছে।

- Advertisement -google news follower

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা জজ ও গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সংযুক্ত কর্মকর্তা মো. বুলবুল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জোরপূর্বক গুমের ঘটনায় ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত) লিখিত অভিযোগ জমা দিতে পারবেন।

- Advertisement -islamibank

তবে অভিযোগ জমা দিতে হটলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানিয়েছে কমিশন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM